পাঁচবিবিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উপজেলার ঘোড়াপা ফোরকানিয়া ইসলামিয়া মহিলা কওমী মাদ্রাসার আয়োজনে বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব জামসেদ আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম আজিজুল ইসলাম জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইইপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী,বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির তৌফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মমতাজুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।

ইসলামী আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলার কুটুহারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন, ঘোড়াপা ফোরকানিয়া ইসলামিয়া মহিলা কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া হোসেনসহ আরও অনেকে।

আরও পড়ুন...