প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকা রেনু আক্তার (২৬) নামের এক নারী গার্মেন্টস শ্রমিক অনশন করছেন। রোববার (১৩ অক্টোবর) রাত অনুমান ১০টায় কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর (চরপাড়া) গ্রামের আব্দুস সাত্তার প্রামানিকের বাড়িতে অনশন করছেন।

নারী গার্মেন্টস শ্রমিক রেনু আক্তার বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের মৃত ইউনুস আলীর মেয়ে।

রেনু আক্তার জানায়, ঢাকায় একই গার্মেন্টস চাকুরী করার সুবাদে গত ৫ মাস আগে ধুনট উপজেলার কান্তনগর (চরপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (২৩) এর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। ঢাকা মিরপুরে চাকুরীর সুবাদে শরিফুল স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া করে এবং আমরা দুজন মিলেই স্বামী স্ত্রীর মত বসবাস করি। সম্প্রতি তাকে বিয়ের কথা বলে সে নানা তালবাহানায় আমাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। আমি ৯ অক্টোবর শরিফুলের বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানাই। পরে তারা আমাকে জানায় আমি যেন শরিফুলকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। এমন পরামর্শের পর আমাকে শরিফুলের পরিবার আমার মায়ের যোগাযোগ করে আমার মায়ের হাতে তুলে দেয়। আমি সেখান থেকে শরিফুলের খোঁজে ঢাকায় যাই। সেখানে তাকে না পওয়া ১৩ তারিখ রাতে শরিফুলের বাবার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করি।

এ ঘটনায় শরিফুলের বাবা আব্দুস সাত্তার জানান, আমার ছেলের সাথে রেনু নামের এই মেয়ের কোনো সম্পর্ক নেই। তার স্বামী ও ২টি সন্তান রয়েছে। সে চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যে নাটক সাজিয়ে আমাদের হয়রানি করতেছে। এর আগেও সে এসেছিল। তখন ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তার পরিবারের কাছে তাকে ফেরত দিয়েছি। পুনরায় সে আমার বাড়িতে আমার ছেলেকে বিয়ের দাবি করে আসছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, বিয়ের দাবিতে অনশনের ঘটনা থানা পুলিশ অবগত নয়।

আরও পড়ুন...