পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জিয়া পরিষদ এর সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার (১৪ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ মহিলা কলেজ চত্তরে এক সাংগাঠসিক সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ রংপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মামমুদুন্নবী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ, জিয়া পরিষদ রংপুর জেলা শাখার আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক মুরাদ আলী, উপদেষ্টা মইন উদ্দিন, সদস্য আতাউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন বিগত ১৭/১৮ বছর আওয়ামী ফ্যাসিষ্ট সরকার এ সংগঠনের কার্য্যক্রমকে রুদ্ধ করে রেখেছিল। আমাদের নেতা কর্মীরা রাষ্ট্রিয় মদদে হামলা ও মামলার শিকার হয়েছে। হাসিনা সরকারের পতনের পর আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার। তাই সকল ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে এক সঙ্গে কাজ করতে হবে।