পিবিএ, ঢামেক : রাজধানীর বিমানবন্দর হাজী ক্যাম্পের পাশে আশিয়ান সিটির এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পড়নে ছিল হলুদ রঙয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, খবর পেয়ে বিমানবন্দর হাজী ক্যাম্পে আশিয়ান সিটির সড়কে ফুটপাত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালের ওই যুবকটি ফুটপাতের উপড় শুয়ে পরে। এরপর স্থানীয়রা তার পাশে গিয়ে কোনো সাড়াশব্দ পায়না। পরে থানায় খবর দেন তারা।
পিবিএ/এইচএ/ জেডআই