পিবিএ,গোপালগঞ্জ: ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষের হোলি উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসকন মন্দির ও বটতলা দোলভিটা থেকে একটি দোল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিজ নিজ মন্দিরের সমানে গিয়ে শেষ হয়।
পরে মন্দিরগুলোতে ভগবান শ্রীকৃষের পূজা অনুষ্ঠিত হয়। সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘন্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
পূজা শেষে তরুন-তরুনীসহ বিভিন্ন বয়সের মানুষ আবির খেলায় মেতে ওঠে। এসময় বিভিন্ন স্থানে গান গেয়ে একে আপরকে আবীর ও রং মেখে দেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রদাস বিতরন করা হয়।
পিবিএ/বিএ/হক