পিবিএ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বাতিল ঠেকাতে এবং মেয়াদকাল পর্যন্ত রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে ৮টি ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্যরা এতে অংশগ্রহণ করে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধনে সদস্যরা বলেন, আমাদের মেয়াদ ৫ বছর। এ ৫ বছর মেয়াদের আগে আমাদের যেন অপসারণ করা না হয় সেই দাবি আদায়ের লক্ষে আমরা আজ মানববন্ধনের আয়োজন করেছি।
এ সময় বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য অ্যালন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, পেয়ারা খাতুন, আনসারা বেগম প্রমুখ।
এ সময় তারা বলেন, আমাদের অপসারণের ফলে প্রান্তিক জনগোষ্ঠী সেবা গ্রহণে অনেক সমস্যার সম্মুখীন হবেন। তাদের সুবিধার জন্য আমাদের মেয়াদ কাল পর্যন্ত তৃণমূলে জনসেবা করার লক্ষ্যে আমাদের কাজের সুযোগ দেওয়া প্রয়োজন। আর যদি আমাদের মেয়াদ কাল পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলন দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর বরাবরে স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্যরা।