পিবিএ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বিত গুচ্ছ পর্যায়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল ২০ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার।
তিনি বলেন, “চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে প্রত্যেকের স্ব স্ব বিভাগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।”
কোটায় ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, “কোটার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ফলে স্বাভাবিক শিক্ষার্থীদের সাথেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।”
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।