মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ঘাসের বস্তা নিয়ে নদী পার হতে গিয়ে স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বেলা দেড়’ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটপাড়া ছোট যমুনা নদীর ব্রিজ হতে ৫শ গজ উত্তরে নুনিয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই যুবক উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দীর্ঘ সাড়ে তিন ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পায়নি।
তবে নিখোঁজ যুবককে উদ্ধার করার রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে বলে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার আলী জানান।
স্বানীয়রা জানায়, স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পারাপারের সময় নুনিয়াপাড়া ঘাট নামক এলাকার নদীর স্রোতে তলিয়ে যায়।
এ রির্পোট লেখা পর্যন্ত স্বানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।