মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার দেউপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রিপন(২২),আব্দুল আওয়ালের ছেলে অর্পণ রহমান(২২), তারা মিয়ার ছেলে সোহেল(২৬)।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান,অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান করে মাদকসেবী রিপন,অর্পণ, সোহেলকে আটক করা হয় এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।