কারিমুল হাসান,ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতাধীন চেয়ারম্যান ও সদস্যদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে বর্তমান দায়িত্বরত চেয়াম্যান সদস্যগণ।
সোমবার (২১ অক্টোবর) মানববন্ধন শেষে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করে।
চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবগত করতে বক্তব্যে বলেন, ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুথানের পর থেকে অদ্য পর্যন্ত জনগণের প্রাপ্য সকল সরকারি সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা অন্তবর্তীকালীন সরকারের সহযোগী টিম হিসাবে দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নে ও জনসেবা দানে রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, সরকার ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে। যদি পরিষদ ভেঙে দেওয়া বা চেয়ারম্যান ও সদস্যদের অপসরণ করা হয়, তা হলে ভেঙ্গে পড়তে পারে গ্রাম আদালতের কার্যক্রম ও সরকারের জনকল্যাণ মূলক সকল উদ্যোগ। এতে করে তৃণমূলের সার্বিক নাগরিক সেবা মারাত্মক ভাবে ব্যাহত হবে। তাই যাছাই বাছাই করে জনবান্ধব জন প্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য বিনীত ভাবে আরজী পেশ করছি।
মানববন্ধন শেষে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও ধুনট সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরনবী আকন্দ স্বাক্ষরিত একটি স্বারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে হস্তান্তর করেন।