পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ পুলিশি হয়রানি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে গাইবান্ধা-বল্লমঝাড় সড়কের মাঠেরপাড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তাব্য দেন, সাইদা বেগম, আয়শা বেগম আশা, রাশেদুল ইসলাম, বকুল মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। এতে ওই এলাকার প্রায় শতাধিক নানা পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। এরমধ্যে সোহরাব মিয়ার স্ত্রী জান্নাতী বেগম টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে বাচাতে গিয়ে কাকলি বেগম নামের এক গৃহবধু আহত হয়েছিল। জান্নাতীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর ওইদিন রাতে জান্নাতী বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।

পরেরদিন জান্নাতীর বেগমের স্বামী সোহরাব মিয়ার কাছে ৫ লাখ টাকা দাবি করে (জান্নাতীর ) বাবার বাড়ির লোকজন। সেই টাকা দিতে উপারকতা প্রকাশ করেন সোহরাব। টাকা না পেয়ে জান্নাতীর মামা বাদী হয়ে সোহরাব মিয়ার বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের নির্দেশে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) কবর থেকে জান্নাতী বেগমের লাশ উত্তোলন করে পুলিশ।

বক্তারা বলেন, মামলার পর পুলিশ আমাদের নানাভাবে হয়রানি করছে। আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই।

আরও পড়ুন...