কুবিতে সায়েন্স ক্লাবের সভাপতি রাফি, সম্পাদক তন্ময়

পিবিএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ^বিদ্যালয়টির আইসিটি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জোহায়ের তানভীর রাফিকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী তন্ময় কুমার সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে সংগঠনটির মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং কার্যনির্বাহী কমিটি-২০১৮-১৯ এর সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক কাওসার হামিদ জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জুয়েল আহমেদ, নাদিমুল ইরফান ও তাসমিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত শাওন, ফয়সাল আহমেদ ও মেহেরুন্নেছা তানিয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত মন্ডল, আফসারুল আমিন সৌরভ ও সুপ্রিয় সেন, কোষাধ্যক্ষ মাহের রাহাত, দপ্তর সম্পাদক হোসাইন আহমেদ সাইমন, প্রচার সম্পাদক নুরুল মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

পিবিএ/এমজেই/এমএসএম

আরও পড়ুন...