ছাত্র আন্দোলনে গুলি: ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিম’কে গ্রেফতার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র‌্যাব-১০)।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার (২৫অক্টোবর) সিনি. সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কর্মকার বলেন, দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ৫ আগস্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়।

এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমসহ শতাধিক আক্রমকারীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সেলিমসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী সেলিমসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০মিনিটের দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিম (৪০),’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...