চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন

কুবিতে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত

পিবিএ,কুবি প্রতিনিধি: চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চট্টগ্রামের নবীন শিক্ষার্থীদের বিদায় ও প্রবীনদের বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিজ্ঞান অনুষদের হলরুমে গোলাম দস্তগীর ও কানিজ ফাতেমা রিমির উপস্থাপনায় এদিন ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের বরণ এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। বাংলা ১৪ ব্যাচের শিক্ষার্থী মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কাজী এম.আনিছুল ইসলাম, অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেম, সহযোগী ড. জে. এম. আদিব সালমান চৌধুরী, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক মো. জিন্নাত মোহসীন।

পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করার মাধ্যমে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নবীন ও সিনিয়র শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে। এরপরে বিশেষ অতিথিদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতি শহীদ উজ জামান বলেন, ‘আমাদের এসোসিয়েশন কুবিতে আমাদের চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে। আমরা সবসময় সকলের বিপদে পাশে দাড়াই। সামনেও আমাদের এসোসিয়েশন সকলের কল্যাণে পাশে থাকবে। আমাদের আজকের আয়োজনের মাধ্যমে কুবিতে চট্টগ্রাম থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলাম এবং প্রবীন শিক্ষার্থীদের বিদায় জানালাম। তাদের সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইলো।’

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন...