ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেল সাংবাদিক রাজ্জাক

মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক আঃ রাজ্জাক।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া সাংবাদিক আঃ রাজ্জাক বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী ও আঞ্চলিক পত্রিকা দৈনিক মুক্ত সকালের জয়পুরহাট জেলা প্রতিনিধি৷

মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে সাংবাদিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার শূন্য থেকে কোটিপতি গাজীউল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনৈতিক কার্যকলাপ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করেছিলেন ওই সাংবাদিক। এ ঘটনার জের ধরে গাজিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর ক খ ২৯,২৫ ধারায় ২০২১ সালের ১৪ জুন ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

একই বছরের ৫ নভেম্বর ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর এসআই আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত বছরের ২৫ আগস্ট এমামলার বিচার কাজ শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এসময় তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিক আঃ রাজ্জাক বলেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। সংবাদ প্রকাশের জেরে গাজিউল আমার পরিবারকে বিভিন্ন ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন৷ তিনি রাজশাহী সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেছেন সেটি আদালত খারিজ করে দিয়েছেন৷ সেই খারিজের বিরুদ্ধে হাইকোর্ট রিভিউ দিয়েছিলেন৷ মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই আলাউদ্দিন ঘটনাস্থল জয়পুরহাটের কালাই সরজমিনে না এসে ঢাকায় বসে মোটা অংকেরর উৎকোচের বিনিময়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট একটি প্রতিবেদন আমার বিরুদ্ধে দিয়েছিলেন আদালতে।

গাজিউলের করা দুটি মামলা মোকাবেলা করতে গিয়ে আমি আর্থিক, মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হয়েছি৷ আমি গাজিউল ও এসআই আলাউদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি স্বরুপ উকিল নোটিশ পাঠিয়েছি৷

আরও পড়ুন...