পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৮ শে অক্টোবর দেশব্যাপী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার মজলিশে শুরা কর্মপরিষদ সদস্য মওলানা নুরুল আমীন। শুরা সদস্য মওলানা আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর খায়রুল আজম বিএসসি, পৌর আমীর মওলানা মুসা, সেক্রেটারী জেনারেল মাহবুবর রহমান, কর্মপরিষদ সদস্য খাইরুল বিএসসি প্রমূখ। সমাবেশ শেষে হাজার-হাজার নেতা-কর্মীর অংশ গ্রহণে স্মরণকালের বড় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।