তুহিন হোসেন,পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ কারান্তরীণ যুবদল নেতা হান্নান, বাচ্চু, আমিন এর মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি দাশুড়িয়া বাজার ও গোলচত্তর প্রদক্ষিণ করে সমাবেশের মদ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, স্বল্প সময়ের মধ্যে আইনী প্রক্রিয়া শেষ করে দাশুড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শরিফুল ইসলামকে মুক্ত করে আনা হবে।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক, সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক, শরিফুল ইসলাম রিপনসহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর সভার সাবেক বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক, ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব, আলী জুবায়ের পথিক, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, শরিফ ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শহিদ মন্ডল, ছাত্রনেতা, সিদ্দিক, মেরিদুল ইসলাম, আকাশ খানসহ হাজার হাজার নেতাকর্মী।