চীনে কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণ, নিহত ৪৭, আহত ৯০

china-camical-blust-PBa

পিবিএ ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৯০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

ইয়ানচেংয়ে অবস্থিত তিয়ানজিয়ায়ি কেমিক্যালের ওই কেমিক্যাল প্লান্টে সার তৈরি করা হয়। প্রথমে ফ্যাক্টরির ভেতরে বিস্ফোরণ ঘটে, পরে আগুন ধরে যায়। এতে আহত হয়েছেন ছয় শতাধিক লোক, যাদের মধ্যে ৯০ জন গুরুতর আহত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি ছোটখাটো ভূমিকম্পের মতো। এ বিস্ফোরণে আশপাশের অনেক কারখানা ভবন হেলে পড়েছে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ভবনের জানালার গ্লাস ভেঙে গেছে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ বিস্ফোরণ এলাকার আশপাশে থেকে প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...