সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

পিবিএ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু এর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু, সহ-সভাপতি মো: শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেকব দলের আহবায়ক বেলাল আহমদ উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমদ প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল বিএনপির অপর গ্রুপের সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়ার সমর্থীতি গ্রুপের পক্ষ থেকেও পৃথক একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক পৌর কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ ও বিএনপি নেতা কাজী আব্দুল গফুর। এছাড়া মিছিলে বিভিন্ন অংঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...