বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মো. সোহেল (৩২) ও মো. রাতুল ইসলাম (২১)। বুধবার (৩০ অক্টোবর) ভোরে রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত আজ বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর ) রাতে রামপুরা ব্রীজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে ভিকটিম মো. হাসান হাওলাদার (১৯) এর সাথে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে গ্রেফতারকৃত মো. সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাঁপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। ভিকটিম হাসানকে বাঁচাতে তার বন্ধু মো. নূরে আলম এগিয়ে আসলে তিনিও হামলাকারীদের দ্বারা গুরুতর আঘাতের শিকার হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মো. হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নূরে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এই মামলায় বাড্ডা থানার একটি টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় মো. সোহেল ও মোঃ রাতুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।