নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

পিবিএ,নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো শুরু হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯। এবারে প্রতিপাদ্য বিষয় “বৈশ্বিক অগ্রগতির জন্য গুণগত মানের শিক্ষা”।

বৃহস্পতিবার (২১শে মার্চ)বিকাল চারটায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে শুরু হয়। তারুণ্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান বিশ্বে শান্তির বার্তা বয়ে আনা এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘ তথ্য কেন্দ্রের জাতীয় তথ্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান।

৪দিন ব্যাপী এ সম্মেলনে পূর্ব নির্ধারিত ৭টি পরিষদে ৪০টিরও অধিক প্রতিষ্ঠান থেকে ২০০জনের অধিক শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছে, যেখানে তারা তাদের বিতর্ক, কূটনীতি, নেতৃত্ব ও কাজের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বর্তমান বিশ্বে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করবে। যেখানে কাশ্মীরে চলমান সমস্যা, এসডিজি বাস্তবায়নে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বারোপসহ বিবিধ উন্নয়নমূলক বিষয়ে আলোচনা থাকছে।

সম্মেলনে নলেজ পার্টনার হিসেবে থাকছে জাতিসংঘ তথ্য সংস্থা ও সার্বিক সমন্বয়ে থাকছে জাতিসংঘ বাংলাদেশ এবং মিডিয়া পার্টনার হিসেবে নোবিপ্রবি সাংবাদিক সমিতি।

পিবিএ/ওএ/এমএসএম

আরও পড়ুন...