একদিনে আরও ৪ মৃত্যু, ১১৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। অক্টোবরের ৩০ দিনেই মারা গেছেন ১২৭ জন। যা এবছরে সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গুতে একদিনে ১১৫৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৭৪ জনে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৭ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন, সিলেটে বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৫৭৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৯০ জনের মধ্যে ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ১ শতাংশ নারী।

আরও পড়ুন...