পিবিএ,কুবি প্রতিনিধি: ফিলিস্তিনে হওয়া গণহত্যা প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকের রাস্তায় লাগানো আমেরিকা ও ইসরায়েলের পতাকা পদদলিত করছে শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) আইসিটি বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী ইফতেখার ফাহিমের উদ্যোগে এই দুই দেশের পতাকা মূল ফটকের রাস্তায় লাগানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই রাস্তায় আমেরিকা ও ইসরায়েলের পতাকাগুলো লাগানো হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে এবং বের হওয়ার সময় আমেরিকা ও ইসরায়েলের পতাকা পা দিয়ে মাড়িয়ে যাচ্ছেন।
এর আগে গতকাল রাতে ইফতেখার ফাহিম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গ্রুপগুলোতে ‘স্ট্যান্ড ফর প্যালেস্টাইন’ শীর্ষক একটি ব্যানার পোস্ট করে। যা মূল ফটকের এক কোনায় টাঙানো আছে। ব্যানারে লেখা আছে, ‘নো ইউএসএ, নো ইউকে, নো ইসরায়েল, নো ইন্ডিয়া’, ‘আর্মি টু আকসা’, ‘গাজা ক্রায়িং, হোয়াইর ইজ আওয়ার সালাউদ্দিন’, ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’ ‘সিক্সটি লাখ মুসলিম আর্মি স্টিল গাজা ইজ ক্রায়িং’
এ ব্যাপারে ইফতেখার ফাহিম বলেন, ‘আমেরিকার ফান্ডিংয়ে ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছে। আমরা সবসময় এর প্রতিবাদ জানিয়ে আসছি। ওরাই গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার ওরাই বড় বড় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। এজন্য মুসলিম হিসেবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। আমেরিকান আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছি। তারা যেন এই গণহত্যার ফান্ডিং বন্ধ করে।’