টাইগ্রিসে নৌকা ডুবে ১০০ জনের মৃত্যু

taigrice-reaver-dead-100-PB

পিবিএ ডেস্ক: ইরাকের মসুল শহরে ২০০ জনকে নিয়ে সফর করা নৌকা ডুবে অন্তত একশ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে বলে খবর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, যারা সাঁতার কাটতে পারেন না তারাই ডুবে মারা গিয়েছেন। নৌকা গুলিতে সাধারণভাবে ৫০ জনকে আহরন করা হয়। তবে এই নৌকায় ২০০ জনের বেশি মানুষকে চাপানো হয়েছিল।

প্রযুক্তিগত ত্রুটির জন্যই নৌকাডুবি হয়েছে বলে জানিয়েছে ইরাক। এমন জায়গায় নৌকা ডুবেছে, সেইসময় আশেপাশে উদ্ধার চালানোর মতো নৌকাও ছিল না।

এখনও নিখোঁজদের উদ্ধারকার্য চলছে। টাইগ্রিস নদীতে সাধারণভাবে অনেক জল না থাকলেও বছরের এই সময়ে নদীতে জল ও স্রোত অনেক বেশি থাকে। কারণ তুরস্কের পাহাড়ের বরফ গলে টাইগ্রিস নদী ভরিয়ে দেয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...