রাজধানীর হাজারীবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয় (৩১)। গ্রেফতারকৃত মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিন বারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে হাজারীবাগ থানা এলাকায় অভিযানা পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আরো অনেক ছাত্র-জনতার সাথে সরকার পতনের এক দফা দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল শিক্ষার্থী আবদুল মোতালিব। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় জনৈক শেখ মুহা. মাছুম বিল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল মোতালিব হত্যার সাথে জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মাহবুব হোসেন সঞ্জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর আক্রমণকারী অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও এ হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।