‘বিএনপির জনপ্রিয়তা ক্ষুন্ন হতে পারে এমন কাজে সম্পৃক্ত হবেন না’

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সাথে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

পঞ্চগড়ে কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্য বলেন, গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিলো কিন্তু দেশের মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলনা। একটি পার্লামেন্ট ছিল কিন্তু সেই পার্লামেন্টে কোনো কার্যকারিতা ছিলনা, নির্বাচিত কোনো প্রতিনিধি পার্লাামেন্টে ছিলনা, দেশে নির্বাচন কমিশন ছিল ঠুটো জগনন্নাথ, নির্বাহী আদেশের যেকোন অন্যায় আদেশ মেনে নেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন থাকা সত্তেও মানুষের কোনো ভোটাধিকার ছিলনা।

তিনি বলেন, আদালত ছিল কিন্তু আদালতের কোনো ন্যায় বিচার ছিলনা। রাজনৈতিক পরিচয়ে আদালতের বিচারিক রায় নির্ধারিত হয়েছিল। প্রশাসন ছিল কিন্তু প্রশাসনে কোনো নিরপেক্ষ ভুমিকা ছিলনা। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ করা হয়েছে। র‌্যাব পুলিশ যখন হত্যা মামলা হামলা সমার্থক শব্দে পরিণত হয়েছিল। যখন বাংলাদেশে এই অবস্থা ঠিক তখনই দেশ নায়ক তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলন সুদুর প্রবাসে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যূন্থানের প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। সেই প্লাটফর্মের উপর ভর করে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সফল গণঅভ্যূন্থান সংগঠিত হওয়ার পর ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে কে বা কাহারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগীতা করেছে আমরা জানিনা, তবে আমরা পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছি। গত ১৬ বছরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটি হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান যুবদল কেন্দ্রীয় নেতা নয়ন।

তিনি বলেন, ফ্যাসিবাদি সরকারের আমলে জনগনের লুটপাট হওয়া সম্পত্তি ফিরিয়ে আনতে হবে। যুবদলের সাধারণ সম্পাদক নয়ন বলেন, দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন রাজনীতিবীদদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। দলের শীর্ষ নেতাদের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় জনগণের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। পঞ্চগড়ের নেতাকর্মীরা ঢাকায় গিয়ে নেতার দেখা করবে এমনটা হবেনা।নেতাদের কর্মীদের কাছে যেতে হবে। এজন্যই আমাদের প্রতিটি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের জেলায় জেলায় পাঠাচ্ছেন তারেক রহমান।

এ সময় তিনি যুবদলের প্রতিটি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ততা করবেন না। বিএনপির জনপ্রিয়তা ক্ষুন্ন হতে পারে এমন কাজ করা যাবেনা।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়ার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদার রহমান মাহাবুব, সদস্য সচিব আনোয়ার হোসেন (তাপস) প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আগামি দিনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।

কর্মীসভা শুরুর আগে কেন্দ্রীয় নেতাদের পঞ্চগড় সরকারী অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

স্থানীয় যুবদল ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুই লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানান। কর্মীসভার পঞ্চগড় জেলা থানা পৌর ওয়াড এবং ৪৩ ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুম কানায় কানায় পরিপূর্ণ ছিল।

আরও পড়ুন...