পিবিএ,ঢাকা: বেশ কয়েক বছর যাবৎ হৃদরোগ ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ । ২০১৮ সালের শুরুতে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নেন। তখন কিছুটা ভালো থাকলেও সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছেন তিনি। শরীরে রক্তচাপে সমস্যার কারণে দ্রুতই দেশের বাইরে যাবেন পরিচালক কাজী হায়াৎ ।
কাজী হায়াৎ জানান, ‘আমার শরীরের অবস্থা ভালো নয়। বেশ কয়েক দিন ধরে শরীরে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে। ঘাড়ের দিকে ফুলে যাচ্ছে। ডাক্তার বলেছেন, মাথায়ও ব্লাড সার্কুলেশন কম হচ্ছে। আবারও জরুরিভাবে একটি বাইপাস সার্জারি করাতে হবে। এখন আমার প্রয়োজন সরকারের সহযোগিতা। কারণ এত টাকা খরচ করে চিকিৎসা করানোর মতো অবস্থা আমার নেই। আমি বাঁচতে চাই, বাঁচার জন্য সহযোগিতা চাই।’
কাজী হায়াৎ আরো বলেন, ‘জাপান, আমেরিকা বা সিঙ্গাপুরে এই চিকিৎসাটা ভালো হয়। আমি আমেরিকায় চিকিৎসা করাতে চাই। সেখানে আমার ছেলে রয়েছে। আবার চিকিৎসা খরচও তুলনামূলকভাবে সেখানে কম।’
২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। এরপর ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর চলতি বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ।
পিবিএ/ইএইচকেি
আরো পড়ুন: