মিরপুর ও রামপুরা এলাকায় মাদকসহ আটক ৪

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এর উপ-পরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে ও মিরপুর সার্কেলের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মিরপুর ও রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৪০(চার হাজার চল্লিশ) পিস ইয়াবা, চোলাইমদ ও গাঁজাসহ ০৪(চার) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা, চোলাইমদ ও গাঁজা সরবরাহ করতো।

গ্রেফতারকৃতরা হলো,মো. সিকিম আলী (৫০), মো. রহমত (৪০), মো. সায়িদ হোসেন ভল্টু (৩০) ও মা. নাজির উদ্দিন (৩২)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য : ইয়াবা-৪০৪০ পিস।চোলাই মদ-২১.৩৫০ লিটার, গাঁজা-১৫০ গ্রাম।

উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান ও উপপরিদর্শক, মো. জামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০৩(তিন)টি পৃথক মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...