‘ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু’র অভিযোগ স্বজনদের

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় এখনো রোগীদের চিকিৎসা সেবায় ডাক্তারদের অবহেলা থামেনি। সময়টা গত শনিবার রাত সাড়ে ১০টা। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার মো: কোরবান আলী (৪৫) নামের এক রোগীকে বুকে ব্যথা জনিত কারণে তার স্বজনরা নিয়ে আসেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কর্মরত মেডিকেল উপ-সহাকারী অফিসার সুগত চাকমা রোগীকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগীকে ইসিজি করার পরামর্শ প্রদান দেন।অটো গাড়ি যোগে বোয়ালখালী বাজারের উদ্দেশ্যে রওনা করেন রোগীর স্বজনরা। রাস্তায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই নিয়ে আসলে মেডিকেল অ্যাসিস্টেন্ট পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করে রোগীর আত্মীয় স্বজনরা। মৃত্যু কোরবান আলী বড়ভাই মো: মাহতাব খাঁ জানান, আমার ছোট ভাই কোরবান আলী রাত পেটে প্রচন্ড ব্যথা অনুভূতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে আসি ডাক্তার তাকে হার্টের ঔষধ খাইয়ে দেয়।

পরে ইসিজি কারার জন্য বোয়ালখালী ডায়াগনিষ্ট সেন্টারের নিয়ে যাওয়ার পথে অশঙ্কাজনক দেখে আবার হাসপাতালে নিয়ে ডাক্তার ত্রিলোক চাকমা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মৃত ঘোষনা করেন।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ত্রিলোক চাকমা জানান, কোরবান আলী পেটে ব্যাথায় উঠান স্থানীয় ফামের্সী থেকে ঔষধ খাইয়েছে আমার কাছে সেই ঔষদের স্লিপ দেখিয়েছে। পেটে ব্যথা না কমায় তাকে হাসপাতালে নিয়ে আসে হার্ট এ্যাটার্ক এর ঔষধ খাইয়ে দেই। তাকে দ্রুত ইসিজি করতে ডয়াগনিষ্ট সেন্টারের পাঠাই।

পথিমধ্য থেকে তাকে আবার অশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে চেক করে দেখি মারা গেছে। আমাদের হাসপাতালে রোগীকে কোন ধরনের অবহেলা করা হয় নাই। হার্ট এ্যাটার্ক এর রোগীকে কালক্ষেপন করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু ঝুকি বেশি থাকে।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করলে রোগীর আত্মীয় স্বজন ও মেডিকেল অ্যাসিস্টেন্ট দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে আমি অফিসার ও ফোর্স সহ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রন করি। মৃতের আত্মীয় স্বজনকে সান্তনা দিই। পরবর্তীতে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সরকারী এ্যাম্বুলেন্স যোগে পুলিশ প্রহরায় মৃত মোঃ কোরবান আলী(৪৫) কে বেতছড়ি তার নিজ বাড়ীতে আত্মীয়-স্বজনের জিম্মায় প্রদান করা হয়।

আরও পড়ুন...