আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল মতিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চরওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মতিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান বলেন, গত ৫ আগস্ট থেকে আবদুল মতিন আত্মগোপনে ছিলেন। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামের রিয়াজ ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সেদিন বিকেলে মোহাম্মদপুর র্যাব ক্যাম্প-২–এর সামনে মাথায় গুলি লেগে নিহত হন রিয়াজ। কিন্তু পরিবার সে খবর পায়নি। ২০ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রিয়াজের লাশের সন্ধান পান পরিবারের সদস্যরা।