র্যাব-১২ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমসহ ককটেল বিস্ফোরণ সংক্রান্তে দায়েরকৃত দু’টি মামলার অন্যতম প্রধান আসামি ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ঢাকা থেকে গ্রেফতার।
গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুমান বিকাল ৩.৩০ হতে ৪.০০ ঘটিকার সময় তাড়াশ থানা আওয়ামী লীগের সেক্রেটারী সঞ্চিত কর্মকার ও সাবেক এমপি আব্দুল আজিজের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থিত আসামিরা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী জনাব আব্দুল মান্নান তালুকদার ধানের শীষের প্রচারণা করার উদ্দেশ্যে গাড়ীবহর নিয়ে বিনোদপুর বাজার সংলগ্ন খেলার মাঠে নির্বাচনী বক্তব্য শুরু করলে এজাহারনামীয় আসামিরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে নাশকতামূলক কার্যক্রম করার নিমিত্তে অস্ত্রঘাতমূলক হামলা করে।
এজাহারনামীয় আসামিরা দেশে অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সলাপরামর্শ করে দেশীয় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ে ধানের শীষের প্রার্থী জনাব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী বক্তব্যের সময় আক্রমণ করে এবং ককটেল বিস্ফোরণ করে নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করে এবং ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান তালুকদারকে হত্যার উদ্দেশ্যে ধৃত আসামি আনোয়ার হোসেন খান ও আওয়ামী লীগের সেক্রেটারী সঞ্চিত কর্মকার ও অন্যান্য আসামিরা এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে।
এছাড়া এজাহারনামীয় আসামিরা সাবেক এমপি জনাব আব্দুল মান্নান তালুকদার তার জীবন বাচানোর জন্য হাইচ গাড়ীতে উঠলে এজাহারনামীয় আসামি মোক্তার হোসেন ও ময়নুল হোসেনের নেতৃত্বে এজাহারনামীয় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ী ভাংচুর করে এবং গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। তৎপর আব্দুল মান্নান তালুকদার জীবন বাচানোর লক্ষ্যে গাড়ী থেকে দ্রুত নেমে কোনোমতে জীবন বাঁচিয়ে নিরাপদ স্থানে চলে আসে। কিন্তু এজাহারনামীয় আসামিরা ইহাতে ক্ষান্ত না হয়ে পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজনকে ছত্র ভঙ্গ করিয়ে দেয়।
গ্রেফতারকৃত আসামির এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ০২টি নাশকতা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। ১। মামলা নং-০৪, তারিখ-১১/০৯/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৩৪ দন্ড বিধি ১৮৬০ তৎসহ ৩/৪ ঞযব বীঢ়ষড়ংরাব ংঁনংঃধহপবং ধপঃ, ১৮০৯ এবং ২। মামলা নং-৯, তারিখ-২৪ আগস্ট ২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৪/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬/১১৪/৩৪ দন্ড বিধি ১৮৬০ তৎসহ ৩/৩ক/৬ ঞযব বীঢ়ষড়ংরাব ংঁনংঃধহপবং ধপঃ, ১৮০৯ ।
গতকাল সোমবার (১১ নভেম্বর সকাল ১৫.৩৫ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-৪, সিপিসি-২, নবিনগর এর একটি চৌকস অভিযানিক দল “ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাবাড়ী এলাকায়’’ যৌথ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানকে গ্রেফতার করতে সক্ষম হয়
গ্রেফতারকৃত আসামি আনোয়ার হোসেন খান (৫০)। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।