যে ব্যক্তি দেড় লাখ মুরগি খেয়ে বেঁচে আছেন

পিবিএ ডেস্ক : ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ১ লাখ ৩৭ হাজার মুরগি খেয়েছেন। শুধু খেলেই হবে না, মানুষকে দেখাতেও তো হবে! তাই রোজ তিনি মুরগির ডিশের ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন।

কুয়ে পেং নামে এই ব্যক্তির ইন্সটাগ্রামে ১১ হাজারের বেশি মানুষ রয়েছেন যারা তাকে অনুসরণ করেন। নিজেকে ‘জি ফ্যান ফ্যান’ মানে মুরগি রাইস ভক্ত বলেই পরিচয় দেন তিনি।

সব মিলিয়ে ২ হাজার ডলারের মুরগি খেয়েছেন তিনি। মুরগির প্রতি তার প্রেম এতই গভীর যে প্রতিদিন মুরগি খাওয়ার অভ্যাসের বর্ষপূর্তিতে তিনি একটি বিশেষ ‘চিকেন বার্থডে’ উদযাপন করেছেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...