খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পিবিএ,খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো: ইউসুফ আলী সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম।

এতে বক্তব্য রাখেন, পৌর ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ার কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল অফিসার শাহদাত হোসেন, খাগড়াছড়ি জাতীয় ইমাম সমিতির সভাপতি মো: আবু তাহের আনছারী প্রমূখ।

বক্তরা বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনাই, ইসলামিক জ্ঞান, জ্ঞানের প্রচার ও প্রসারের চিন্তা করে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল ১৯৭৫ সালে ২২ শে মার্চ। তারই ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে কাজ করে যাচ্ছে। ধর্মীয় চিন্তা-চেতনাকে জাগ্রত রেখে সব ধরনের সন্ত্রাসবাদ থেকে দুরে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহবান জানান বক্তরা।

১৯৭৫ সালে ২২ শে মার্চ এই দিনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...