এ বছরের মধ্যে সাড়ে ৫শ কোচ ও একশ ইঞ্জিন আমদানি

পিবিএ,কুড়িগ্রাম: রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার রেলপথের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। রেলওয়েকে তার পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনতে সরকার নানামুখি মেগা প্রকল্প গ্রহণ করেছে। দেশের সব জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে এ বছরের মধ্যে সাড়ে ৫শ কোচ ও একশ ইঞ্জিন আমদানি করা হবে। আজ বিকালে কুড়িগ্রাম ও রমনা স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, ঝুঁকিপূর্ণ রেলপথ মেরামত ও রেলওয়ে যুগপোযোগী করার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে যেসব এলাকায় রেলপথ নেই, সেখানে রেললাইন সম্প্রসারণ, সকল রেল লাইনকে ব্রড গেজে রুপান্তরিত করার প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া সকল লাইনে ডুয়েল গেজ রাখার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তাগণ।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...