মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৪৩৭ জন নিহত: জাতিসংঘ

মোজাম্বিকে ঘূর্ণিঝড়
মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৭ জনে দাঁড়িয়েছে

পিবিএ ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৭ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন।

মোজাম্বিকের রাজধানী মাপোতুতে অবস্থিত জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) দক্ষিণ ও পূর্ব আফ্রিকা আঞ্চলিক কার্যালয়ের প্রধান জেমা কনেল জানান, মোজাম্বিকে এখন নিহতের সংখ্যা ২৪২ জনে পৌঁছেছে।

তিনি টেলিফোনে সাংবাদিকদের আরও জানান, পাশের দেশ মালাউই ও জিম্বাবুয়েতে সরকারগুলোর তথ্য অনুযায়ী যথাক্রমে ৫৬ ও ১৩৯ জন মারা গেছেন।

বেশিরভাগ এলাকা প্লাবিত থাকায় মোট নিহতের সংখ্যা জানতে সময় লাগবে এবং তা বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইদাই মার্চের শুরুতে কেন্দ্রীয় মোজাম্বিক এবং মালাউইর দক্ষিণাঞ্চলে বন্যার সৃষ্টি করে। পরে এটি সমুদ্রে ফিরে গিয়ে পূর্ণ শক্তির ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ইতিমধ্যে বন্যার কবলে পড়া এলাকায় পুনরায় আঘাত হানে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...