বালু উত্তোলনকালে ৭ মাহিন্দ্র গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ মাহিন্দ্র গাড়ি আটক করে থানায় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের খানপাড়া প্রতাপঝগড়ী এলাকায় ওই গাড়িগুলো আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো জব্দ করে থানায় পাঠান।

মেলান্দহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাশরাফি ও ফাহিম হাসান লাদেন বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল বালুখেকোরা। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নিতে পারেনি। গতরাতে পরামর্শ করে আমরা শিক্ষার্থীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ৭টি গাড়ি জব্দ করে এসিল্যান্ডকে জানানো হয়। এ সময় গাড়ির সঙ্গে থাকা লোকজন আমাদের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো নেতা বা কারো সুপারিশে যাতে গাড়িগুলোকে ছাড়া না হয়। এবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে অবৈধভাবে কেউ আর বালু তোলার সাহস না পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ঘটনাস্থলে গিয়ে গাড়ির কোন লোকজন পাওয়া যায়নি। বালুসহ ৭টি গাড়ি জব্দ করে মেলান্দহ থানায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আলমগীর বলেন, জব্দকৃত গাড়িগুলোর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...