ইভিএম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই : ইসি রফিকুল

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম

পিবিএ, পটুয়াখালী: ইভিএম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণে কারচুপির কোন সুযোগ থাকবে না। কোন সহিংসতা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া, ইভিএম মেশিনে ভোট গ্রহণের ফলে বিকেল ৫টা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফলাফল দেওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ইভিএম মেশিনে এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন প্রতিষ্ঠানের ভোটগ্রহন কর্মকর্তাদের একটি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মইনুল হাসান।

আগামী ৩১ মার্চ পটুয়াখালীর ৭টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রাথমিক ভাবে তিনশজন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৯টি ভোট কেন্দ্রে ৬১০টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।

আগামী ২৫ থেকে ৩০ মার্চ ৫দিন ব্যাপী ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হবে তা সর্ব সাধারণের জন্য প্রদর্শন করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...