হাবিবুল হাসানমসাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সেনা বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আব্দুল খালেক (৪৫), মো. উজ্জ্বল হোসেন ও মো. আনারুল ইসলাম নামের তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল,একটি পিস্তলের ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি,২টি ছুরি,১টি কুড়াল,৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. রজব আলী গাজীর ছেলে মো. আব্দুল খালেক, প্রতাপনগর গ্রামের মো. বাবর আলী গাজীর ছেলে মো. উজ্জ্বল হোসেন ও কুড়িকাহুুনিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আনারুল ইসলাম।
তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোরে লে. কর্নেল আরিফুল হকের নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরে অভিযান চালায়।অভিযানে তাদের কাছে থাকা একটি পিস্তল,একটি পিস্তলের ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি,২টি ছুরি,১টি কুড়াল,৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরে অস্ত্র ও গুলিসহ রোববার রাতে গ্রেপ্তারকৃতদেরকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
আশাশুনি থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানায়-গ্রেপ্তারকৃত আসামি আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি,উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুল ইসলামের নামে ৮ টি মামলা রয়েছে।