নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
তিনি বলেন, মায়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে বাল্যবিয়ে না দিতে অনুরোধ জানান। পাশাপাশি সন্তানদের সুসন্তান হিসাবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শে আদর্শায়িত করে সৎ চরিত্রের গুনাবলির মাধ্যমে তাদের মূল্যবোধ ও দায়িত্ববান হিসাবে গড়ে তোলার আহবান জানান। একইসাথে সন্তানেরা সময়মত বিদ্যালয়ে যাতায়াত করছে কি-না এবং মাদকাশক্ত হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে মর্মে উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন, ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। শিক্ষক তপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ,অর্জুন কুমার প্রামানিক, আব্দুর রউফ বক্তব্য দেন।
পরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচি নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, উপজেলা টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার সুজিত কুমার মন্ডল, মাহবুবা তালুকদার, সুইটি সরকার উপস্থিত ছিলেন।