পিবিএ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক যুব সেবা সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’র লিও নবীনবরণ ও ট্রেনিং সেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিবুল হোসেনের সঞ্চালনায় নবীনবরণ ও ট্রেনিং অনুষ্ঠিত হয়।
ট্রেনিং সেশনের শুরুতে কোরআন পাঠ, গীতা পাঠ, লিও শপথ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
ট্রেনিং সেশনে ডিসট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মো: রিয়াসাত ইসলাম লিওইজমের ইতিহাস, লিও মটো, লিও পছন্দের কারণ, লিও প্রতিজ্ঞা, লিও ক্লাবের ধরন, বৈশ্বিক সেবা ও লিও অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করেন।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘নেতৃত্ব আর দক্ষতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে কুবির লিও ক্লাব। লিও ক্লাব বর্তমান সমাজ ও আগামী প্রজন্মকে নিয়ে কাজ করে। আমাদের চিন্তার জগতে নতুনত্ব নিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। লিও ক্লাবের এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা করবে।’
ট্রেনিং সেশন নিয়ে লিও ক্লাব অব কুবির সভাপতি শারমিন আক্তার কেয়া বলেন, ‘আর্ত মানবতার সেবায় নিয়োজিত লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি অক্টোবর মাস থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু করে। এতে মোট ১৭০ জন সদস্য পাওয়া যায়। তাদেরকে লিওইজমের সাথে পরিচয় করিয়ে দিতে এবং বরণ করে নেওয়ার জন্যই আজ আমাদের এ আয়োজন। নতুন নেতৃত্ব গঠনই আমাদের উদ্দেশ্য।’
এছাড়াও লিও নবীনবরণ ও ট্রেনিং সেশনে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো: আব্দুল্লাহ আল মাহবুব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এমদাদুল হক। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন লিও ক্লাবের কো-অ্যাডভাইসর লায়ন মো: জাকারিয়া, লিও ডিসট্রিক্ট প্রেসিডেন্ট লিও আম্মার ইসলাম রাহীল।