পিবিএ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) নারী অধিকার সচেতনতা বিষয়ক সংগঠন পিস এন্ড সেইফটি ক্যাফের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী চাঁদনি আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নজরুল হাসান বাইজিদ।
সোমবার (১৮ নভেম্বর) সংগঠনের মডারেটর ড. জান্নাতুল ফেরদৌস এই কমিটির অনুমোদন দেয়।
এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন― সহ-সভাপতি রোম্মানা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, কোষাধ্যক্ষ মোসাঃ তানিয়া আক্তার।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন, খাদিজা খাতুন রূপা এবং লাবীবা রশিদ রাফা।
এই বিষয়ে চাঁদনি আক্তার বলেন, ‘আমাদের এই সংগঠন খোলার পেছনের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের অধিকার সচেতন করে তোলা এবং নিরাপত্তায় সহযোগিতা করা। নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা তাদের উদ্বুদ্ধ করব। এছাড়াও তাদের যেকোন সহায়তায় আমাদের সংগঠন ছায়া হিসেবে কাজ করবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজিরুল হাসান বাইজিদ বলেন, ‘পিস এন্ড সেইফটি ক্যাফে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করবে এবং নেতৃত্বদানের দক্ষতা বিকাশ ঘটাবে। আমাদের লক্ষ্য শুধু নিরাপত্তা নয়, নারী ক্ষমতায়নের পথকে আরও প্রসারিত করা।’
উল্লেখ্য, আগামী এক বছর নতুন ঘোষিত এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করবে।