পেট চুক্তিতে ইয়াবা পাচার করেন তিনি

কক্সবাজারের হ্নীলায় পানের ব্যবসা করেন ওসমান গাজী (৩৬)। কিন্তু এর বাইরে তিনি পেট চুক্তিতে করেন ইয়াবার ব্যবসা। কক্সবাজার থেকে ঢাকায় প্রতি ২ হাজার পিস ইয়াবা আনলেই পেতেন ৩০ হাজার টাকা। এভাবে গত কয়েক বছর ধরে তিনি মাদক ব্যবসায়ীদের অন্যতম বাহক হিসেবে কাজ করে আসছিলেন। অবশেষে সেই ওসমানকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে সূত্রাপুরের ৩৪ বিকে দাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসমানের বাড়ি কক্সবাজারের টেকনাফের ৫ নম্বর ওয়ার্ডের হোয়াইক্যং ইউনিয়নের মধ্য হ্নীলা (শাহ জালাল মেম্বারের বাড়ির দক্ষিণ পার্শ্বে)। ওসমানের বাবার নাম হাবিবুল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, ওসমান গাজী কক্সবাজারের হ্নীলার মাদক ব্যবসায়ী। হ্নীলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের সহযোগী হিসেবে কাজ করতেন এই ওসমান। ওসমান পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসতেন। এর বিনিময়ে প্রতি চালানে ২ হাজার পিস ইয়াবার জন্য তাকে দেওয়া হতো ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান স্বীকার করেছেন, তিনি ঢাকার জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন। তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন...