রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় চোরাইকৃত টাকাসহ প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন:- শওকত আলী (৩৫)। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মতিঝিল থানা সূত্রে জানায়, গত ১৮ নভেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের ২য় তলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লক্ষ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শওকত আলীর দেওয়া তথ্য অনুসারে কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় চোরাইকৃত মোট ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।