ঢাবি’র ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

পিবিএ/ঢামেক: রাজধানীর মতিঝিল আরামবাগের একটি মেসে আনোয়ার হোসেন রানা (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঢাবির বায়োকেমিস্ট বিভাগের মাস্টার্সেরর ছাত্র সে।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানদশি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলামের ছেলে। ২ ভাইবোনের মধ্যে বড় সে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ওমর ফারুক ও রাশেদুল ইসলাম রাশেদ জানান, আরামবাগ ৪৮/২ নম্বর ৬ তলা বাসার ৪ তলায় মেস করে থাকতো আনোয়ার। তিনি পাশের রুমে আরেকটি মেসে থাকেন। আনোয়ারের রুমমেট রায়হান, অনিক, রাশেদুল ও নেসার। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আনোয়ার। বিকেল হয়ে গেলে তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকলে সে কোনো সাড়াশব্দ করেনা। পরে তাদের সন্দেহ হলে আনোয়ারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন। রুমমেটদের ধারণা, ঘুমের মধ্যেই স্টোক করে তার মৃত্যু হতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আসমা জানান, আনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ এখনই বলা যাবেনা। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পিবিএ/এইচ/এমএসএম

আরও পড়ুন...