পিবিএ,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫নভেম্বর) দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) মো: আব্দুল কাইয়ুম।
উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ছিলেন- জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউটের যুগ্ম পরিচালক এমএম ইমরুল কায়েস। প্রশিক্ষক হিসেবে ছিলেন খাগড়াছড়ি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ পরিচালক নাজমুন আরা সুলতানা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক ও থানা সহকারী পুলিশ উপ পরিদর্শ শামীম আহামেদ প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।