ধুনটে সেচপাম্প চুরি

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে মামুনুর মন্ডল (৫৫) নামের এক কৃষকের ডিজেল চালিত সেচপাম্প চুরির ঘটনা ঘটেছে। ওই কৃষক উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত ইছাহাক মন্ডলের ছেলে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতের কোন একসময় এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক মামুনুর মন্ডল দীর্ঘদিন থেকে উপজেলার সরুগ্রাম মৌজায় অন্যের রোপনকৃত প্রায় ২০ বিঘা আবাদী জমিতে ডিজেল চালিত পাম্পের মাধ্যমে সেচ কাজ করে জিবীকা নির্বাহ করে আসছিল। চলতি ধানের মৌসুমে সেচ কাজ শেষ হওয়ায় ডিজেল চালিত শ্যালোমেশিন ও পাম্প বাড়িতে নেওয়ার পরিকল্পনা করে মামুনুর মন্ডল। ইতিমধ্যেই গত সোমবার ২৫ নভেম্বর দিবাগত রাতের কোনো এক সময় কে বা কাহারা তার সেচপাম্প ও টিউবওয়েল চুরি করে নিয়ে যায় এবং গভীর নলকুপ থেকে অনেকটা দূরে শ্যালোমেশিন ফেলে রেখে যায়।

মামুনুর মন্ডল জানান, এ চুরির ঘটনায় আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। চুরির পরের দিন মঙ্গলবার সকালে জমিতে কৃষক ধানের কাজ করতে গিয়ে আমাকে চুরির বিষয়টি অবগত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...