গাজীপুরে আ’লী‌গের ৩২ নেতা-কর্মী আটক

Arrested_PBA-1

পিবিএ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আটকদের সবাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

শুক্রবার রা‌তে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জা‌বেদুল ইসলাম বলেন, রোববার (২৪ মার্চ) শ্রীপুর উপ‌জেলা প‌রিষদ নিবাচ‌নের ভোটগ্রহণ হবে। আচরণবি‌ধি লঙ্ঘন ক‌রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালা‌নোর অভিযোগে আওয়ামী লী‌গের ৩২ নেতা-কর্মী‌কে আটক করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...