জোভানের একটা লেদারের জ্যাকেট চাই

joban-news-PBA

পিবিএ ডেস্ক: জোভানের স্বপ্ন লেদারের জ্যাকেট কিনবে। লেদারের জ্যাকেট কিনতে গিয়ে মায়ের বাড়ীতে টাকা পাঠাতে হয়। তাছাড়া জ্যাকেটের দাম বেশি হওয়ায় জ্যাকেট আর কেনা হয়নি। ইরার সাথে জোভানের দীর্ঘদিনের সম্পর্ক । কিন্তু ইরার ভাই জোভানকে দেখে কোন ভাবে এই রিলেশন মানতে পারেনা । ইরা আবীর কে বলে, আমার ভাই তোমাকে না মেনে নিলেও আমি তোমাকে ভালবাসি, তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। ঠিক এসময় ইরা আবীরের গায়ে ওলের সুয়েটার দেখে তোমার না একটা লেদারের জ্যাকেট কেনার কথা, ইরা কিনে দিতে চাইলে জোভান বলে, আমার স্বপ্নটা আমাকে পূরন করতে দাও।

অন্যদিকে, জোভানের সাথে ইরার যোগাযোগ বন্ধ করার জন্য ইরার দ্রুত বিয়ের ব্যবস্থা করে। ইরা বাধ্য হয়ে আবীরের বাসায় চলে যায়, আবীর বলে, তুমি এই ছোট রূমে থাকতে পারবে? ইরা দেয়ালের দিকে তাকিয়ে বলে, যেখানে বব ডিলান, পিকাসোরা থাকতে পারে সেখানে আমি কেন পারবো না? ইরা তার মায়ের দেয়া কিছু গহনা ও অল্প টাকা দিয়ে ছোট ভাবে সুন্দর সংসার শুরু করবে, দেখবে তোমার চাকুরী খুব দ্রুত হয়ে যাবে, আমি তোমার ঘরে লক্ষী হয়ে এসেছি।

একটা শীত গিয়ে আরেকটা শীত চলে আসে, এবার একটা লেদারের জ্যাকেট কিনবেই জোভান। শোরুমে গিয়ে জ্যাকেটের টাকা দিবে ঠিক ঐ মূহুর্তে, তখন ইরার ফোন আসে আমার যেন কেমন লাগছে ….. ইরা, কি হয়েছে তোমার? দারিদ্রতা কাটিয়ে লেদারের জ্যাকেট কিনতে পেরেছিলো কিনা দেখতে চান?

নাটকটি খুব শীঘ্রই এনটিভির পর্দায় প্রচারিত হবে বলে জানিয়েছেন নাটকটির পরিচালক ফজলুল সেলিম।

fajlul-kabir-jovan-PBA

নাটকটি রচনা করেছেন, দয়াল সাহা। নাকটির নিবার্হী প্রযোজক, ইমতিয়াজ তানজিম এবং প্রযোজক হারিজ মোহাম্মদ ।
নাটকটিতে অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান, সাফা কবির, দিলু মজুমদার, সোহানী ইশরাত, ইমতিয়াজ তানজিম সহ আরও অনেকে ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...