পাবনা জেলা বেড়া সাঁথিয়া ও সুজানগর উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। দেশের সিংহভাগ পেঁয়াজ এসব উপজেলায় চাষ হয়। চাষীরা পেঁয়াজ সংগ্রহ শেষে বীজ উৎপাদনের জন্য কিছু অংশ রেখে দেন। এসময় পেঁয়াজ গাছের সাদা ফুলে ভরে যায় মাঠ। এসব পেঁয়াজের ফুল থেকেই পরবর্তীতে বীজ সংগ্রহ করে আবার পেঁয়াজ বুনবেন চাষীরা। ছবিটি সাঁথিয়া উপজেলার তলট গ্রাম থেকে তোলা। ছবি: পিবিএ/ অলোক কুমার আচার্য্য

আরও পড়ুন...