ষড়যন্ত্র করছে তারেক-পাকিস্তানি গোয়েন্দারা: কাদের

পিবিএ, নোয়াখালী: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান লন্ডনে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একই উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাসে গিয়ে বৈঠক করেছেন।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপি আজ চরম সংকটে পড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা টাকা ফেরত চেয়ে ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্চিত করেছে। এতেই বুঝা যায় বিএনপির অবস্থা কী?

তিনি বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন-বৃহৎ রাজনৈতিক দল। এখানে নির্বাচন করার মতো অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। আমরা যাদের মনোনয়ন দিয়েছি তাদের পক্ষে সকল মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। কারণ আওয়ামী লীগের মধ্যে শৃঙ্খলা রয়েছে। দলের কর্মীদের উপর এই আস্থা-বিশ্বাস রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান জাবেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন শাহেদ প্রমুখ।

পিবিএ/সিআর/এএইচ

আরও পড়ুন...